কিশোরগঞ্জে আড়াই বছরের শিশুর লিঙ্গ কর্তন

কেউ তাঁর লিঙ্গ কেটে ফেলেছে,চুমকি টের পেয়ে না দিয়ে চিৎকার শুরু করে

0

অনলাইন ডেস্কঃ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার আড়াই বছরের শিশু আল মামুন। আল-মামুনের বড় বোন চুমকি আক্তার ০৬ মাস বয়সে তাকে মা বাবা রেখে যাওয়ার পর থেকে তাকে মাতৃছায়ায় বড় করছেন।

৩১ শে মে সোমবার সন্ধ্যায় চুমকি ঘরে থালা বাসন ধুতে বেরিয়ে যায়। এ সময় বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, কিছুক্ষণ পরে তিনি আল-মামুনের আর্তচিৎকার শুনে আল-মামুনকে কোলে নিয়ে সান্তনা দেওয়ার চেষ্টা করেন এবং সে দেখেন যে আল মামুনের লিঙ্গ নেই, কেউ তাঁর লিঙ্গ কেটে ফেলেছে,চুমকি টের পেয়ে না দিয়ে চিৎকার শুরু করে।

কিশোরগঞ্জে আড়াই বছরের শিশুর লিঙ্গ কর্তন

প্রতিবেশী ও তার চাচা জালাল উদ্দিন আকন্দ এসে আল মামুনকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে। সেখান থেকে তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ এবং পরে ময়মনসিংহ চরপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

ঘটনাটি এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয়রা দাবি করেছে যে এই ঘটনাটি যথাযথভাবে তদন্ত করা হোক এবং এই ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তি দেওয়া হোক।

স্থানীয় ছাত্রলীগ নেতা মোজাম্মেল হক অপু বলেছেন, মাত্র আড়াই বছর বয়সী মাসুম আল মামুনের লিঙ্গ কেটে দেওয়ায় তাঁর জীবন হতভাগা হয়ে পড়েছে।

তাই প্রধানমন্ত্রী ও সমাজের বিত্তবানদের কাছে আমাদের আন্তরিক অনুরোধ, শিশু আল মামুনের জীবনযাপনের জন্য কার্যকর চিকিৎসা দেওয়ার জন্য যাতে তিনি সবার মতো জীবনযাপন করতে পারেন।

দিপু/এফ.ডি

ঢাকায় ২০২২ সালের মার্চে পাতালরেলের কাজ শুরু হবে

Leave A Reply

Your email address will not be published.