এসোসিয়েশন ফর রিয়েলাইজেশনে শাখা ব্যবস্থাপক পদে চাকরির সুযোগ

0

এসোসিয়েশন ফর রিয়েলাইজেশন অব বেসিক নিড্স-আরবান এর সঞ্চয় ও ঋণ সহায়তা কর্মসূচির (SCAP) আওতায় উল্লেখিত পদে যোগ্য, উদ্যোগী ও আগ্রহী বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে নিয়োগের দরখাস্তের আহবান করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীদেরকে গ্রামীণ পরিবেশে দরিদ্র জনগোষ্ঠীর সাথে থেকে কাজ করার মানসিকতা থাকতে হবে।

প্রতিষ্ঠানের নামঃ এসোসিয়েশন ফর রিয়েলাইজেশন অব বেসিক নিডস-আরবান
পদবীর নামঃ শাখা ব্যবস্থাপক
পদবীর সংখ্যাঃ ০৫টি
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোন বিষয়ে স্নাতকোত্তর
চাকরির ধরনঃ ফুল টাইম
বয়সঃ ৩৫ বছর
অভিজ্ঞতাঃ কমপক্ষে ০৩ বছর
কাজের স্থানঃ ঢাকা, নারায়নগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, পাবনা

অন্যান্য যোগ্যতা সমূহ-

* পিকেএসএফ এর অর্থায়ণে পরিচালিত যেকোন এনজিও-তে শাখা ব্যবস্থাপক (মাইক্রোফিনান্স) হিসেবে কমপক্ষে ৩ (তিন) বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
* মাইক্রোফিনান্সের রিপোর্টিং সহ কম্পিউটারে (MS Office, E-mail and Internet Browsing) কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
* বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মটর সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে।

বেতন ভাতা-
শিক্ষানবীসকালে ২২,০৮৯/- ও স্থায়ীকরণের পর ২৫,৫৭১/- অধিকতর যোগ্য ও দক্ষ প্রার্থীদের এক বা একাধিক ইনক্রিমেন্ট প্রদান করা যেতে পারে।
অন্যান্য সুযোগ সুবিধাঃ
* শিক্ষানবীসকাল ৬ (ছয়) মাস।
* স্থায়ীকরণের পর কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড
* বছরে ২ টি উৎসব ভাতা
* যাতায়াত ও মোবাইল ভাতা
* সাবসিডিয়ারি লাঞ্চ ভাতা

Leave A Reply

Your email address will not be published.