২০১০ সাল হতে পরিচালিত প্রিয় *গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”* ফেসবুক গ্রুপটি মূলত: গান/সঙ্গীত ভিত্তিক।
জনপ্রিয় গ্রুপটি বিভিন্ন সময় নানান কাজের জন্য এসেছেন আলোচনায়, শুধু গান নিয়ে পড়ে থাকেনি, গ্রুপের পক্ষ হতে বিভিন্ন সময়ে মুমূর্ষু রোগীকে স্বেচ্ছায় রক্তদান, সুবিধাবঞ্চিত মানুষদের শীতবস্ত্র, অসহায় শিশুদের ঈদবস্ত্র, বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য, বৃক্ষরোপন, অসুস্থ গরিব মানুষদের আর্থিক সাহায্য ইত্যাদি সামাজিক কার্যক্রম গ্রুপের সকলের সম্মিলিত সহযোগিতায় করছে।
তারই ধারাবাহিকতায় এইবার অর্থাৎ ২০২১ সালে ১ম ধাপে কুড়িগ্রামে ২৫ জন, ২য় ধাপে বরিশালে ২০ জন, ৩য় ধাপে যশোরে ৪০ জন, ৪র্থ ধাপে চট্টগ্রামে ২০ জন, ৫ম ধাপে খুলনায় ২০ জন, ৬ষ্ঠ ধাপে কিশোরগঞ্জে ১০০+ জন (ঈদের কাপড় আর খাবার), ৭ম ধাপে জামালপুর ৩০ জন, ৮ম ধাপে ঢাকায় ১০ জন, ৯ম ধাপে ভোলা ১৫ জন এবং ১০ম ও শেষ ধাপে সাতক্ষীরায় ২০ জন অর্থাৎ সর্বমোট ৩০০+ সুবিধাবঞ্চিত মানুষদেরকে এইবার “ঈদ উপহার” দেয়া হয়েছে, আলহামদুলিল্লাহ।
এই ঈদ উপহারে ছিলো চাল ৩ কেজি, ডাল ৫০০ গ্রাম, তেল ৫০০ মি.লি, চিনি ৫০০ গ্রাম, সেমাই ১ প্যাকেট, দুধ ৫০০ মি.লি, আলু ২ কেজি, পেঁয়াজ ১ কেজি, লবন ৫০০ গ্রাম ইত্যাদি এবং বাচ্চাদের জন্য ছিলো ঈদের নতুন জামা কাপড়।
[better-ads type=”banner” banner=”1949″ campaign=”none” count=”2″ columns=”1″ orderby=”rand” order=”ASC” align=”center” show-caption=”1″][/better-ads]
যারা গ্রুপের এই সামাজিক কাজের সাথে সরাসরি বা আর্থিক, মানসিক, আত্মিক আর শারীরিকভাবে পাশে ছিলেন, তাদের সবার প্রতি ভালোবাসা রইলো, এই সব কিছুই সম্ভব হয়েছে আপনাদের সকলের দোয়া আর সম্মিলিত প্রচেষ্টায়। আশা করি আগামী দিনগুলোতেও আমরা প্রিয় এই গ্রুপের পক্ষ থেকে বিভিন্ন উন্নয়ন মূলক কাজে অংশ নিতে পারবো সেইসাথে পাশে পাবো গুরু জেমসের সকল দুষ্ট ছেলের দলকে “ভালোবাসো ভালোবেসে যাও”-গ্রুপ টিম