সিংহের দেহে মিলেছে করোনার ডেল্টা প্রজাতির নমুনা

ডেল্টা প্রজাতির করোনা

0

কলকাতা প্রতিনিধি: চেন্নাইয়ে চিড়িয়াখানায় কোভিড-১৯ আক্রান্ত সিংহগুলোর মধ্যে ৪টির দেহে ডেল্টা প্রজাতির করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। ভোপালের “ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি ডিজিড” (এনআইএইচএসএডি)- তে ভাইরাসের জিনগত পরীক্ষায় এই তথ্য পাওয়া গিয়েছে তামিলনাড়ু সরকারের দেওয়া তথ্যে।

গত ২৪ এবং ২৯ মে দুই’দফায় চেন্নাইয়ের ভেন্ডালুরুর অন্না চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানে থাকা ১১টি সিংহের নমুনা পরীক্ষা করিয়েছিলো। তাদের মধ্যে ৯টি সিংহ করোনা সংক্রমিত বলে রিপোর্ট এসেছে। এর মধ্যে একটি সিংহী এবং একটি সিংহ চলতি মাসের প্রথম দিবে মারা যায়। (এনআইএইচএসএডি)-র রিপোর্ট মতে, ৯টি সিংহের মধ্যে ৪টির দেহে করোনাভাইরাসের বি.১.৬১৭.২ প্রজাতির অস্তিত্ব পাওয়া গেছে। এই প্রজাতির করোনার নাম ‘ডেল্টা’ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ভারতে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের প্রবল অভিঘাতের কারণ এবং ভয়ানক হিসেবে এই প্রজাতিটিকেই চিহ্নিত করা হয়েছে।

চেন্নাইয়ের চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণেরই সিংহ দু’টির মৃত্যু হয়েছে কি না তা জানতে বরেলির “ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট” এবং হায়দরাবাদের “সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজি”-তে পাঠানো হয়েছে নমুনা।

প্রসঙ্গত, মে মাসের প্রথম দিবে তেলঙ্গানার হায়দরাবাদের নেহরু চিড়িয়াখানার ৮ সিংহের মধ্যে কোভিড সংক্রমণ মিলেছিল। হাঁচি, খাবারে অনীহা ইত্যাদি লক্ষণ দেখেই নাক এবং গলা থেকে নমুনা নিয়ে আরটি-পিসিআর পরীক্ষা করানো হয়েছিল। সূত্র: আনন্দ বাজার পত্রিকা (শিলা-এফ.কে-কলকাতা)

Leave A Reply

Your email address will not be published.