ডেল্টা ব্র্যাক হাউজিং ফিনান্সে চাকরির সুযোগ

0

ডেল্টা ব্র্যাক হাউজিং ফিনান্স কর্পোরেশন লি।
পদবীর নামঃ সহকারী কর্মকর্তা / কর্মকর্তা – ক্রেডিট
পদবী সংখ্যাঃ উল্লেখ্য নাই।
চাকরির ধরনঃ ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতাঃ
বিজনেস স্টাডিজ / স্নাতক ডিগ্রি।
চার্টার্ড একাউন্টেন্সি কোর্স সম্পন্ন (সিএসিসি) প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
কাজের স্থানঃ বাংলাদেশের যেকোন স্থান

চাকরির দায়িত্ব সমূহ-
লোন আবেদনকারীদের আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক শক্তি / অবস্থান, পরিবারের আয়, পেশার আয়ের মূল্যায়ন সহ কর্মসংস্থানের যাচাইকরণ ইত্যাদি প্রতিবেদন তৈরির জন্য ঢাকা শহরের অভ্যন্তরে বা তার বাইরে বিভিন্ন জায়গায় পরিদর্শন করা করতে হবে।

অন্যান্য যোগ্যতা
বয়সঃ ২১ থেকে ৩০ বছর
লিঙ্গঃ শুধুমাত্র পুরুষ প্রাথীগন আবেদন করতে পারবে।
* প্রার্থীদের অবশ্যই মোটরসাইকেল চালনা করতে হবে এবং বৈধ মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সও থাকতে হবে।
* প্রয়োজনে প্রার্থীদের ঢাকা শহরের বাইরে তার কর্মক্ষেত্রে (গাজীপুর, সাভার ইত্যাদি) বসবাস করতে ইচ্ছুক হতে হবে।
* প্রার্থীদের অবশ্যই মোটরসাইকেল চালনায় অভিজ্ঞ হতে হবে এবং বৈধ মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সও থাকতে হবে।
* প্রার্থীদের শারীরিকভাবে ফিট এবং শক্তিশালী এবং বিভিন্ন সাইট / ক্লায়েন্টদের ভ্রমণের / দেখার জন্য দৃঢ় ইচ্ছা থাকতে হবে।

সূত্রঃ বিডি জবস

এসোসিয়েশন ফর রিয়েলাইজেশনে শাখা ব্যবস্থাপক পদে চাকরির সুযোগ

Leave A Reply

Your email address will not be published.