অনলাইন ডেস্কঃ ফেনীতে প্রবাসীর স্ত্রী সালমা আক্তার (২৪) চার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। সোমবার (১৪ জুন) বেলা তিনটায় শহরে হায়দার ক্লিনিকের সিজারিয়ানের মাধ্যমে তিনি চার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। সালমা আক্তার ফেনী ফুলগাজী উপজেলা জিএমহাট ইউনিয়নের শরীফপুর পাটোয়ারী বাড়ি প্রবাসী মোঃ আলম পাটোয়ারীর স্ত্রী।
ঐ গৃহবধূর স্বজনরা জানিয়েছেন, চিকিৎসকরা এর আগে আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে দুটি সন্তানের ধারণা দিয়েছিলেন। সোমবার বিকেলে প্রসব বেদনা শুরু হলে তাকে শহরের হায়দার ক্লিনিকে নেওয়া হয়েছিল। পরে ডাক্তার তার অবস্থা বিবেচনা করে সিজারিয়ান বিভাগের পরামর্শ নিয়ে। সন্ধ্যা ০৪ টার দিকে ডাঃ তাহমিনা সুলতানা নীলু সিজারের মাধ্যমে চার কন্যা সন্তানকে পর্যায়ক্রমে বের করেন। এর আগে এই গৃহবধূর রাব্বি হোসেন নামে এক চার বছরের ছেলে সন্তান রয়েছে।
একসাথে চার মেয়ে পেয়ে আমরা খুশি। তারা আরও বলেছেন যে চারটি শিশু তাদের যৌথ পরিবারে বেড়ে উঠতে কোনও সমস্যা হবে না।
হাসপাতালের পরিচালক মোঃ সায়েম বলেন, ‘খবরটি শুনে বিভিন্ন শ্রেণির লোক হাসপাতালে জড়ো হচ্ছে। আমরা নবজাতক এবং তার মাকে কেবিনে থাকার ব্যবস্থা করেছি। এই হাসপাতালে প্রথমবারের মতো একজন মা একই সাথে চারটি সন্তানের জন্ম দিয়েছেন এবং পরবর্তী চার বছর এই চার সন্তানের চিকিৎসা পরিষেবায় বিশেষ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই বিষয়ে ডাঃ তাহমিনা সুলতানা নীলু জানান, গৃহবধূ এবং চার নবজাতক সুস্থ আছেন। তারপরেও তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রতিবেদকের নামঃ এম এ কাইয়ুম/ফেনী